আপন শিশু বিকাশ ফাউন্ডেশনের উদ্যোগে সারাদেশে অনলাইন শিশু কিশোর চিত্রাংকণ প্রতিযোগিতা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয় রাজধানী উত্তরায়

আপন শিশু বিকাশ ফাউন্ডেশনের উদ্যোগে সারাদেশে অনলাইন শিশু কিশোর চিত্রাংকণ প্রতিযোগিতা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয় রাজধানী উত্তরায়। সারা বাংলাদেশ থেকে অনলাইন প্রতিযোগিতার মাধ্যমে বিজয়ীদেরকে বাছাই করা হয় এবং তাদেরকে পুরস্কৃত করা হয়। প্রতিযোগিতায় দুটি গ্রুপ ছিলো। ক গ্রুপ এবং খ গ্রুপ। উভয় গ্রুপ থেকে ১ম, ২য়, ৩য় মোট ছয়জনকে পুরষ্কৃত করা হয়। এছাড়াও ভিডিও এডিটিং এ কাজ করার জন্য একজন বিশেষ শিশুকেও আপন শিশু বিকাশ ফাউন্ডেশনের পক্ষ থেকে পুরষ্কৃত করা হয়। ফাউন্ডেশনের চেয়ারম্যান শিশু মনোবিজ্ঞানী ডা. সুলতানা রাজিয়া অভিভাবকদের উদ্দ্যেশে সংক্ষিপ্ত আলোচনা করেন।