Tag: রাজধানী ঢাকায় এক বর্ণাঢ্য র্যালি ও আলোচনা অনুষ্ঠানের আয়োজন করে আপন শিশু বিকাশ ফাউন্ডেশন

রাজধানী ঢাকায় এক বর্ণাঢ্য র্যালি ও আলোচনা অনুষ্ঠানের আয়োজন করে আপন শিশু বিকাশ ফাউন্ডেশন

১৫তম বিশ্ব অটিজম সচেতনতা দিবস উপলক্ষে গত ২ এপ্রিল ২০২২, রাজধানী ঢাকায় এক বর্ণাঢ্য র্যালি ও আলোচনা অনুষ্ঠানের আয়োজন করে আপন শিশু বিকাশ ফাউন্ডেশন। আপন শিশু বিকাশ ফাউন্ডেশনের চেয়ারম্যান শিশু মনোবিজ্ঞানী ডা. সুলতানা রাজিয়ার সভাপতিত্বে এবং মহাসচিব এসএম সামসুল হুদার পরিচালনায় র্যালিতে অং নেন, সাবেক রাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু এমপি, সিরাজগঞ্জ২ আসনের সংসদ সদস্য ডা. মো. হাবিবে মিল্লাত, সংরক্ষিত নারী সংসদ সদস্য আদিবা আনজুম মিতা, ফাউন্ডেশনের উপদেষ্টা ডা. মাহবুব আলম মাহফুজ, আন্ত:ধর্মীয় সম্প্রীতি সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক সিনিয়র সাংবাদিক আতিকুল ইসলাম প্রমুখ। এসময় অতিথিরা সমাজের বিশেষ শিশুদের এগিয়ে নিতে আপন শিশু বিকাশ ফাউন্ডেশনের জনসচেতনতামূলক কার্যক্রমের ভূয়সী প্রশংসা করেন