Category: কেইস হিস্ট্রি

শিশুদের সুষ্ঠু বিকাশে কাজ করছে ‘আপন শিশু বিকাশ ফাউন্ডেশন’

সারা দেশব্যাপী শিশুদের শারীরিক ও মানসিক সুষ্ঠু বিকাশে ফ্রি চিকিৎসা সেবা, অভিভাবকদের সচেতনতাসহ নানাভাবে কাজ করে যাচ্ছে ‘আপন শিশু বিকাশ ফাউন্ডেশন’। সংগঠনের মাধ্যমে শিক্ষা প্রতিষ্ঠানসহ ইনডোর ও আউটডোরে সেমিনার ও ক্যাম্পেইন করে অটিজম শিশুসহ শিশুদের শারীরিক ও মানসিক বিকাশে প্রতিনিয়ত জনসচেতনতামূলক প্রোগ্রাম করে যাচ্ছে ফাউন্ডেশনটি। এসব প্রোগ্রামে স্বতঃস্ফূর্তভাবে শিশু ও অভিভাবকরা এসে উপকৃত হচ্ছেন বললেন ফাউন্ডেশনের চেয়ারম্যান মনোবিজ্ঞানী ডা: সুলতানা রাজিয়া।

শনিবার ( ০৮ ফেব্রুয়ারী ) দুপুরে সংগঠনের রংপুর জেলা শাখার অস্থায়ী কার্যালয়ে অটিজম শিশু ও অভিভাবকদের নিয়ে ‘শিশুর সুষ্ঠু বিকাশে করণীয় শীর্ষক এ আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অভিভাবকদের উদ্দেশ্যে শিশুদের মানসিক বিকাশের উপর গুরুত্বপূর্ণ আলোচনা করেন ফাউন্ডেশনের চেয়ারম্যান।

এসময় তিনি বলেন, শিশুরাই জাতির ভবিষ্যৎ নির্ধারক। শিশুকে যদি ছোটবেলা থেকে শারীরিক এবং মানসিকভাবে সুষ্ঠু বিকাশে বিকশিত করা যায় তবে এই শিশুটি ভবিষ্যতে জাতির গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করতে পারবে। এবং পরবর্তী প্রজন্মকে একটি সুখী-সমৃদ্ধশালী সুন্দর সমাজ উপহার দিয়ে যেতে পারবে তাই শিশুদের সুষ্ঠু বিকাশকে নিশ্চিত করতে আপন শিশু বিকাশ ফাউন্ডেশন দেশজুড়ে গণসচেতনতামূলক প্রোগ্রাম করে যাচ্ছে। তথ্যপ্রযুক্তির ডিভাইস আসক্তির যুগে শিশুকে শারীরিক এবং মানসিকভাবে সুস্থ রাখতে এই কাজে সমাজের প্রতিটি মানুষকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

এসময় উপস্থিত ছিলেন, ফাউন্ডেশনের রংপুর জেলার আহ্বায়ক আব্দুল কুদ্দুস শামীম, সদস্য সচিব উম্মেহানি ইসলাম, সদস্য বেবি আক্তার, আমিনুল ইসলাম, আবইয়াজ রহমান সাগরসহ অন্যান্য নেতৃবৃন্দ। দিনব্যাপী এ আয়োজনে প্রথমে চিকিৎসা বিষয়ক জনসচেতনতামূলক আলোচনা এবং পরে অটিজম শিশুসহ অন্যন্যা শিশুদের প্রতি চিকিৎসা সেবা প্রদান করেন ফাউন্ডেশনের চেয়ারম্যান মনোবিজ্ঞানী ডা: সুলতানা রাজিয়া।চিকিৎসা নিতে আসা আদরী বেগম বলেন, আপন শিশু বিকাশ ফাউন্ডেশনের উদ্যোগে আজ বাচ্চাদের ফ্রি চিকিৎসা সেবা ও পরামর্শ মূল ক্যাম্পেইনের কথা শুনে ছয় বছরের ছেলেকে নিয়ে এসেছি। ছেলেটি মোবাইলে ভিডিও দেখা ছাড়া খাবার খেতে চায়না। এর ভবিষ্যৎ কুফল কি তা শুনে আঁতকে উঠলাম এবং শিশুকে সরাসরি বোঝানোর চেষ্টা করলাম। খুব উপকার হলো আমার জন্য এই প্রোগ্রামটি।

শিশুর সুষ্ঠু বিকাশে করণীয় শীর্ষক আলোচনা সভা

উত্তরের জেলা শহর রংপুরে আপন শিশু বিকাশ ফাউন্ডেশন উদ্যোগে শিশুর সুষ্ঠু বিকাশে করণীয় শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে  সে সময় মা ও শিশু উপস্থিত ছিলেন

আপন শিশু বিকাশ ফাউন্ডেশনের উদ্যোগে সারাদেশে অনলাইন শিশু কিশোর চিত্রাংকণ প্রতিযোগিতা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয় রাজধানী উত্তরায়

আপন শিশু বিকাশ ফাউন্ডেশনের উদ্যোগে সারাদেশে অনলাইন শিশু কিশোর চিত্রাংকণ প্রতিযোগিতা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয় রাজধানী উত্তরায়। সারা বাংলাদেশ থেকে অনলাইন প্রতিযোগিতার মাধ্যমে বিজয়ীদেরকে বাছাই করা হয় এবং তাদেরকে পুরস্কৃত করা হয়। প্রতিযোগিতায় দুটি গ্রুপ ছিলো। ক গ্রুপ এবং খ গ্রুপ। উভয় গ্রুপ থেকে ১ম, ২য়, ৩য় মোট ছয়জনকে পুরষ্কৃত করা হয়। এছাড়াও ভিডিও এডিটিং এ কাজ করার জন্য একজন বিশেষ শিশুকেও আপন শিশু বিকাশ ফাউন্ডেশনের পক্ষ থেকে পুরষ্কৃত করা হয়। ফাউন্ডেশনের চেয়ারম্যান শিশু মনোবিজ্ঞানী ডা. সুলতানা রাজিয়া অভিভাবকদের উদ্দ্যেশে সংক্ষিপ্ত আলোচনা করেন।

ডিজিটাল ডিভাইস শিশুর সুষ্ঠু বিকাশে অন্তরায় শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয় ঝিনাইদহ পৌরসভা মিলনায়নে

ডিজিটাল ডিভাইস শিশুর সুষ্ঠু বিকাশে অন্তরায় শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয় ঝিনাইদহ পৌরসভা মিলনায়নে। উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন ঝিনাইদহ পৌরসভা মেয়র। ঝিনাইদহ জেলার পুলিশ সুপার, ঝিনাইদহ টিভির চেয়ারম্যান রিজভী ইয়ামিনসহ আরও অনেক গণ্যমান্য ব্যক্তিবর্গ।