Author: Deep Touch

শিশুদের সুষ্ঠু বিকাশে কাজ করছে ‘আপন শিশু বিকাশ ফাউন্ডেশন’

সারা দেশব্যাপী শিশুদের শারীরিক ও মানসিক সুষ্ঠু বিকাশে ফ্রি চিকিৎসা সেবা, অভিভাবকদের সচেতনতাসহ নানাভাবে কাজ করে যাচ্ছে ‘আপন শিশু বিকাশ ফাউন্ডেশন’। সংগঠনের মাধ্যমে শিক্ষা প্রতিষ্ঠানসহ ইনডোর ও আউটডোরে সেমিনার ও ক্যাম্পেইন করে অটিজম শিশুসহ শিশুদের শারীরিক ও মানসিক বিকাশে প্রতিনিয়ত জনসচেতনতামূলক প্রোগ্রাম করে যাচ্ছে ফাউন্ডেশনটি। এসব প্রোগ্রামে স্বতঃস্ফূর্তভাবে শিশু ও অভিভাবকরা এসে উপকৃত হচ্ছেন বললেন ফাউন্ডেশনের চেয়ারম্যান মনোবিজ্ঞানী ডা: সুলতানা রাজিয়া।

শনিবার ( ০৫ ফেব্রুয়ারী ) দুপুরে সংগঠনের রংপুর জেলা শাখার অস্থায়ী কার্যালয়ে অটিজম শিশু ও অভিভাবকদের নিয়ে ‘শিশুর সুষ্ঠু বিকাশে করণীয় শীর্ষক এ আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অভিভাবকদের উদ্দেশ্যে শিশুদের মানসিক বিকাশের উপর গুরুত্বপূর্ণ আলোচনা করেন ফাউন্ডেশনের চেয়ারম্যান।

এসময় তিনি বলেন, শিশুরাই জাতির ভবিষ্যৎ নির্ধারক। শিশুকে যদি ছোটবেলা থেকে শারীরিক এবং মানসিকভাবে সুষ্ঠু বিকাশে বিকশিত করা যায় তবে এই শিশুটি ভবিষ্যতে জাতির গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করতে পারবে। এবং পরবর্তী প্রজন্মকে একটি সুখী-সমৃদ্ধশালী সুন্দর সমাজ উপহার দিয়ে যেতে পারবে তাই শিশুদের সুষ্ঠু বিকাশকে নিশ্চিত করতে আপন শিশু বিকাশ ফাউন্ডেশন দেশজুড়ে গণসচেতনতামূলক প্রোগ্রাম করে যাচ্ছে। তথ্যপ্রযুক্তির ডিভাইস আসক্তির যুগে শিশুকে শারীরিক এবং মানসিকভাবে সুস্থ রাখতে এই কাজে সমাজের প্রতিটি মানুষকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

এসময় উপস্থিত ছিলেন, ফাউন্ডেশনের রংপুর জেলার আহ্বায়ক আব্দুল কুদ্দুস শামীম, সদস্য সচিব উম্মেহানি ইসলাম, সদস্য বেবি আক্তার, আমিনুল ইসলাম, আবইয়াজ রহমান সাগরসহ অন্যান্য নেতৃবৃন্দ। দিনব্যাপী এ আয়োজনে প্রথমে চিকিৎসা বিষয়ক জনসচেতনতামূলক আলোচনা এবং পরে অটিজম শিশুসহ অন্যন্যা শিশুদের প্রতি চিকিৎসা সেবা প্রদান করেন ফাউন্ডেশনের চেয়ারম্যান মনোবিজ্ঞানী ডা: সুলতানা রাজিয়া।চিকিৎসা নিতে আসা আদরী বেগম বলেন, আপন শিশু বিকাশ ফাউন্ডেশনের উদ্যোগে আজ বাচ্চাদের ফ্রি চিকিৎসা সেবা ও পরামর্শ মূল ক্যাম্পেইনের কথা শুনে ছয় বছরের ছেলেকে নিয়ে এসেছি। ছেলেটি মোবাইলে ভিডিও দেখা ছাড়া খাবার খেতে চায়না। এর ভবিষ্যৎ কুফল কি তা শুনে আঁতকে উঠলাম এবং শিশুকে সরাসরি বোঝানোর চেষ্টা করলাম। খুব উপকার হলো আমার জন্য এই প্রোগ্রামটি।

বিজয়ের মাসে চিত্রাংকণ প্রতিযোগিতা

২৬ ডিসেম্বর, ২০২০ রোজ শনিবার নোয়াখালীর সোনাইমুড়ি উপজেলার চাষিরহাট নুরুল হক উচ্চ বিদ্যালয়ে ‘আপন শিশু বিকাশ ফাউন্ডেশন’ এর উদ্যেগে মহান বিজয়ের মাস উপলক্ষে শিশুদের চিত্রাংকণ প্রতিযোগিতা এবং মানসিক বিকাশে করণীয় শীর্ষক আলোচনা সভার আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে মূখ্য আলোচক হিসেবে আলোচনা করেন ফাউন্ডেশনের চেয়ারম্যান এবং ইসলামী ব্যাংক সেন্ট্রাল হাসপাতালের কনসালটেন্ট শিশু মনোবিজ্ঞনী ডা. সুলতানা রাজিয়া।

অনুষ্ঠানে শিশুদের পরিপূর্ণ বিকাশের উপর মায়েদের করণীয় প্রসঙ্গে গুরুত্বপূর্ণ আলোচনা করা হয়। এছাড়াও বক্তব্য রাখেন ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক এবং অত্র প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক জনাব, রাশিদুল হাসান, সহকারী শিক্ষক, রাকিব আল হাসান। অনুষ্ঠান শেষে চিত্রাংকণ প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ীদের মাঝে ক্রেস্ট বিতরণ করা হয় এবং রোগীদেরকে ফ্রি চিকিৎসা সেবা প্রদান করা হয়।

নরসিংদীর শিবপুরে অভিভাবক কাউন্সেলিং ও চিত্রাংকণ প্রতিযোগিতা

নরসিংদীর জেলার শিবপুর উপজেলার ইটাখোলা আয়েছ আলী একাডেমীর প্রাঙ্গণে আপন শিশু বিকাশ ফাউন্ডেশন আয়োজিত অভিভাবক কাউন্সেলিং অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নরসিংদী বিদ্যানিকেতনের সাবেক প্রধান শিক্ষক আমিনুল হক, আপন শিশু বিকাশ ফাউন্ডেশনের সিলেট বিভাগীয় সমন্বয়ক আলী হোসেন, মহাসচিব এস এম সামুল হুদা ,শিবপুর উপজেলা আওয়াীলীগের সাধারণ সম্পাদক সামসুল আলম ভূইয়া রাখিল , আপন শিশু বিকাশ ফাউন্ডেশনের চেয়ারম্যান সুলতানা রাজিয়া ,নরসিংদী সরকারী কলেজের সাবেক অধ্যক্ষ শিক্ষাবিদ মোহাম্মদ আলী , অনুষ্ঠানের সভাপতি আপন শিশু বিকাশ ফাউন্ডেশনের নরসিংদী জেলার সমন্বয়ক আমজাদ হোসেন ,উদ্বোধক আয়েছ আলী একাডেমীর প্রধান শিক্ষক আজরাফ হোসেন , আব্দুল মান্নান ভুঁইয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নজরুল ইসলাম মৃধা।

বিজয়ের ৫০ বছর পূর্তি উপলক্ষে শিশুদের চিত্রাংকণ ও কবিতা আবৃত্তি প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠান শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয় এবং রোগীদের ফ্রি কাউন্সেলিং সেবা প্রদান করা হয়।

অটিজম সচেতনতায় প্রেসক্লাবের সামনে শোভাযাত্রা

১৪তম বিশ্ব অটিজম সচেতনতা দিবস উপলক্ষে জাতীয় প্রেসক্লাবের সামনে শোভাযাত্রা করেছে আপন শিশু বিকাশ ফাউন্ডেশন। আজ শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে এ শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। এর আগে প্রেসক্লাবের সামনের সড়কে মানববন্ধন করে সংগঠনটি।

মানববন্ধনে বক্তারা বলেন, একটু সচেতনতা, একটু মনোযোগ অটিস্টিক শিশুদের দিতে পারে স্বাভাবিক মানুষের মতো জীবন। প্রতিটি স্বাভাবিক শিশু যেভাবে জীবন যাপন করছে, তাদের সমাজ যে চোখে দেখছে, অটিস্টিক শিশুদেরও যদি আরেকটু বেশি মনোযোগ দেওয়া হয়, তাহলে এ শিশুরাই স্বাভাবিক জীবন যাপন করতে পারবে। এ জন্য সমাজের প্রত্যেক মানুষকে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়া উচিত।

শোভাযাত্রার আগে সমাবেশে আপন শিশু বিকাশ ফাউন্ডেশনের চেয়ারম্যান চিকিৎসক সুলতানা রাজিয়া বলেন, এই শিশুদের বিকাশের জন্য কেবল তাদের অভিভাবকদের এগিয়ে এলে চলবে না। সর্বসাধারণকেও বুঝতে হবে এসব শিশুর মেধা বিকাশের সুযোগ করে দিলে তারা পরিবার, দেশ ও জাতির জন্য অনেক অবদান রাখতে সক্ষম।


ফাউন্ডেশনের মহাসচিব এস এম শামসুল হুদা, সংগঠনের ভাইস চেয়ারম্যান জাফর আহমেদ, অর্থ সম্পাদক ফরিদ উদ্দিন, কার্যকরী সদস্য শারমিন সুলতানা, মাহফুজ, জাকারিয়া হাবিব এ সময় উপস্থিত ছিলেন।