বিজয়ের মাসে চিত্রাংকণ প্রতিযোগিতা

২৬ ডিসেম্বর, ২০২০ রোজ শনিবার নোয়াখালীর সোনাইমুড়ি উপজেলার চাষিরহাট নুরুল হক উচ্চ বিদ্যালয়ে ‘আপন শিশু বিকাশ ফাউন্ডেশন’ এর উদ্যেগে মহান বিজয়ের মাস উপলক্ষে শিশুদের চিত্রাংকণ প্রতিযোগিতা এবং মানসিক বিকাশে করণীয় শীর্ষক আলোচনা সভার আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে মূখ্য আলোচক হিসেবে আলোচনা করেন ফাউন্ডেশনের চেয়ারম্যান এবং ইসলামী ব্যাংক সেন্ট্রাল হাসপাতালের কনসালটেন্ট শিশু মনোবিজ্ঞনী ডা. সুলতানা রাজিয়া।

অনুষ্ঠানে শিশুদের পরিপূর্ণ বিকাশের উপর মায়েদের করণীয় প্রসঙ্গে গুরুত্বপূর্ণ আলোচনা করা হয়। এছাড়াও বক্তব্য রাখেন ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক এবং অত্র প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক জনাব, রাশিদুল হাসান, সহকারী শিক্ষক, রাকিব আল হাসান। অনুষ্ঠান শেষে চিত্রাংকণ প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ীদের মাঝে ক্রেস্ট বিতরণ করা হয় এবং রোগীদেরকে ফ্রি চিকিৎসা সেবা প্রদান করা হয়।