নরসিংদীর শিবপুরে অভিভাবক কাউন্সেলিং ও চিত্রাংকণ প্রতিযোগিতা

নরসিংদীর জেলার শিবপুর উপজেলার ইটাখোলা আয়েছ আলী একাডেমীর প্রাঙ্গণে আপন শিশু বিকাশ ফাউন্ডেশন আয়োজিত অভিভাবক কাউন্সেলিং অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নরসিংদী বিদ্যানিকেতনের সাবেক প্রধান শিক্ষক আমিনুল হক, আপন শিশু বিকাশ ফাউন্ডেশনের সিলেট বিভাগীয় সমন্বয়ক আলী হোসেন, মহাসচিব এস এম সামুল হুদা ,শিবপুর উপজেলা আওয়াীলীগের সাধারণ সম্পাদক সামসুল আলম ভূইয়া রাখিল , আপন শিশু বিকাশ ফাউন্ডেশনের চেয়ারম্যান সুলতানা রাজিয়া ,নরসিংদী সরকারী কলেজের সাবেক অধ্যক্ষ শিক্ষাবিদ মোহাম্মদ আলী , অনুষ্ঠানের সভাপতি আপন শিশু বিকাশ ফাউন্ডেশনের নরসিংদী জেলার সমন্বয়ক আমজাদ হোসেন ,উদ্বোধক আয়েছ আলী একাডেমীর প্রধান শিক্ষক আজরাফ হোসেন , আব্দুল মান্নান ভুঁইয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নজরুল ইসলাম মৃধা।

বিজয়ের ৫০ বছর পূর্তি উপলক্ষে শিশুদের চিত্রাংকণ ও কবিতা আবৃত্তি প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠান শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয় এবং রোগীদের ফ্রি কাউন্সেলিং সেবা প্রদান করা হয়।